ভারতের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ।
১৭ সদস্যের এই দলে নেই চোটে পড়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়া তামিম ইকবাল। তবে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন জাকির হাসান।
বাজে ফর্মে থাকা সাবেক অধিনায়ক মুমিনুল হক দলে জায়গা ধরে রেখেছেন। এছাড়া সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে না খেলা মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও ইয়াসির আলী চৌধুরী দলে ফিরেছেন।তবে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন ও মোস্তাফিজুর রহমান।
আগামী বুধবার শুরু হবে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট। সিরিজের পরের টেস্ট মিরপুরে, ২২ ডিসেম্বর থেকে।
বাংলাদেশ টেস্ট দল:সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরি, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক।