fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅপরাধবাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে নাইম ফকিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সকালে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব–৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল।

এর আগে গত শনিবার রাত সাড়ে আটটার দিকে নাইম তার বাবা কিবরিয়া ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। রাত নয়টার দিকে গুরুতর জখম অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিবরিয়া ফকির ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার বাসিন্দা। কিবরিয়ার তিন ছেলের মধ্যে নাইম মেজ। তিনি ভাঙ্গা বাজারে একটি খাবারের হোটেলে কাজ করেন।স্বজনেরা জানান, বাবা ও মায়ের কলহের একপর্যায়ে বাবাকে কুপিয়ে জখম করেন ছেলে নাইম ফকির।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় ১২ ডিসেম্বর নিহত কিবরিয়ার ভাই মো. দেলোয়ার ফকির বাদী হয়ে নাইমকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা করেন। বাবাকে কুপিয়ে জখম করার পর নাইম পালিয়ে গিয়েছিলেন। আজ সকালে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব–৮’র একটি দল। আগামীকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments