fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরাজশাহীতে চোরাই মটর সাইকেল সহ আটক ২

রাজশাহীতে চোরাই মটর সাইকেল সহ আটক ২

শুক্রবার সন্ধায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মথুরডাঙ্গা এলাকার মোঃ মোজাফফর আলম মিল্টন (৩০) এর বাসার সামনে থেকে লাল রংয়ের একটি ফেজার ১৫৩ সিসি মোটর সাইকেল চুরি হয়। মোটর সাইকেল্টির মালিক নগরীর বোয়ালিয়া থানায় এ বিষয়ে অভিযোগ করলে উক্ত অভিযোগের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণের তড়িৎ পদক্ষেপ গ্রহনের ফলে চোরাইকৃত মটর সাইকেলটি পুলিশ শুক্রবার রাতেই উদ্ধারে সক্ষম হয়।

ওসি নিজে থানার সেকেন্ড অফিসার সাহিন আহম্মেদ, এসআই মতিন, এএসআই রানাসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মটর সাইকেকটি উদ্ধারে অভিযান চালিয়ে নগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া সিটি কনভেনশন হলের সামনে থেকে উদ্ধার করেন। এ সময় মোঃ আবু সালিম (২৪) ও আরিফিন আহম্মেদ ওরফে সোহাগ (২৫)কে চোরাই মটরসাইকেল সাথে আটক করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে  তাদের অপর এক সহযোগী পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, “আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং পলাতক অপর আসামীকে সনাক্ত করে তাকে আটকে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে ।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments