fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধখুলনায় ড্রাগ সুপার কার্যালয়ে দুদকের অভিযান,, ড্রাগ লাইসেন্স’ প্রদানে অনিয়ম

খুলনায় ড্রাগ সুপার কার্যালয়ে দুদকের অভিযান,, ড্রাগ লাইসেন্স’ প্রদানে অনিয়ম

ওষুধ বিক্রির ‘ড্রাগ লাইসেন্স’ প্রদানের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে খুলনায় ঔষধ তত্ত্বাবধায়কের (ড্রাগ সুপার) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক (১ম ফেজ) এলাকায় ঔষধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে এ অভিযান চালানো হয়।

এসময় ওষুধ বিক্রেতাদের ড্রাগ লাইসেন্সের আবেদন যাচাই-বাছাইয়ে সময় ক্ষেপণ, উৎকোচ দাবি, ফার্মেসিতে নিয়মিত পরিদর্শন ও মুভমেন্ট রেজিস্টার না থাকার প্রমাণ মিলেছে। এ সময় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা।

দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল কাদির বলেন, তাৎক্ষণিক অভিযানে ড্রাগ সুপার কার্যালয়ের বেশকিছু অনিয়মের প্রমাণ মিলেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments