বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিন আজ রোববার রাজধানীতে বিক্ষোভ মিছিল করার কথা জানিয়েছে ছাত্রদল ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
আজ সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার এই সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি শুরু হয়েছে। আগামী মঙ্গলবার সকাল ছয়টায় কর্মসূচি শেষ হবে।
ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, আজ সকালে তারা নিকুঞ্জের কুর্মিটোলা হাসপাতালের সামনের ঢাকা-ময়মনসিংহ সড়কে বিক্ষোভ মিছিল করে। এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম। সেখানে তাঁরা আগুন জ্বালিয়ে পিকেটিং করেন। তাঁরা সরকার পতনের স্লোগান দেন।
এবি পার্টির পক্ষ থেকে বলা হয়, অবরোধের সমর্থনে তারা আজ সকালে নাইটিঙ্গেল মোড়, সেগুনবাগিচা, পুরানা পল্টন ও বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে। বিজয়নগরে তারা পুলিশি বাধার মুখে পড়ে।
এবি পার্টি বলেছে, দলের যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব মিনার, সদস্যসচিব মজিবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক আজকের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।