fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাব্রাহ্মণবাড়িয়াতে ট্রাকের ধাক্কায় নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়াতে ট্রাকের ধাক্কায় নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাকের ধাক্কায় সুফিয়া বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত সুফিয়া বেগম উপজেলার বগডহর গ্রামের মৃত মো. রাজু মিয়ার মেয়ে।

শুক্রবার (৬ই ডিসেম্বর) দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের বড়হিত মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুফিয়া বেগম শুক্রবার দুপুরে রাধিকা হতে সিএনজি চালিত অটোরিকশা যোগে নিজ বাড়ি বগডহর গ্রামে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরতর আহত হন সুফিয়া বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments