fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখেলাধুলাক্রিকেট২৯৫ রানের টার্গেটে খেলছে উইন্ডিজ

২৯৫ রানের টার্গেটে খেলছে উইন্ডিজ

টাইগারদের দেয়া ২৯৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫০ রান তোলার আগেই তারা ২ উইকেট তারা।

শুরুতে ব্যাট করে ক্যারিবীয়দের সামনে বড় লক্ষ্য দাঁড় করা বাংলাদেশ। যদিও তানজিদ হাসান তামিম আর মেহেদী হাসান মিরাজের জোড়া অর্ধশতকের পরও ১৯৮ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে জাকের আলী আর মাহমুদউল্লাহ রিয়াদের অসাধারণ এক জুটি।

ঝোড়ো যে জুটিতে ভর করেই মূলত বড় পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। ৬ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ২৯৪ রান তোলে টাইগাররা।

৪৩ বলে ক্যারিয়ারের ৩০তম ফিফটি পূর্ণ করেন মাহমুদউল্লাহ। ওয়ানডেতে প্রথম হাফসেঞ্চুরির সুযোগ ছিল জাকেরেরও। কিন্তু ইনিংসের ২ বল বাকি ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন তিনি।

তাতেই ভাঙে ৭৪ বলে ৯৬ রানের মারকুটে জুটি। ৪০ বলে ৩টি করে চার-ছক্কায় ৪৮ রানে সাজঘরে ফেরেন জাকের। ৪৪ বলে ৫০ রানে মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৩টি করে চার-ছক্কায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments