fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকবাংলাদেশখাল থেকে বুলেট ও ম্যাগাজিন উদ্ধার

খাল থেকে বুলেট ও ম্যাগাজিন উদ্ধার

নোয়াখালীর চাটখিলের একটি খাল থেকে ৬১২টি বুলেট উদ্ধার করে। এসময় ব্রিজের অপর প্রান্তের আরেকটি  খাল থেকে ১টি চায়না রাইফেলের ম্যাগজিন, ওয়াকিটকি সেটের ১টি ব্যাটারি ও বুলেটের একটি খালি বক্স উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এর দশানী টবগা গ্রামের খামার বাড়ির সামনের রনখোলা ব্রিজের পাশের খাল থেকে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর আড়াইটার সময় জিসান নামের (১৪) স্থানীয় এক কিশোর বুলেটের একটি বক্স দেখতে পান। তিনি সেখান থেকে একটি বুলেট বাড়িতে নিয়ে বাকিগুলো ভয়ে পাশের খালে ফেলে দেন। তার হাতে থাকা বুলেট দেখে স্থানীয় আরেক কিশোর সাদ্দাম হোসেন শামীম (১৪) বুলেটটি বাড়ির একজন মুরুব্বি আজহারুল ইসলাম সুমন (৪৫) এর কাছে নিয়ে গেলে তিনি পুলিশে খবর দেন।

পরে নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস ও চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরীসহ পুলিশের একটি টিম এসে খাল থেকে এসব উদ্ধার করে।

নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক বলেন, ‘উদ্ধার করা বুলেটগুলো চায়না রাইফেলে ব্যবহার হওয়া সরকারি বুলেট। আমাদের ধারণা এগুলো চাটখিল থানা থেকে লুণ্ঠন করার পর দুষ্কৃতকারীরা এখানে ফেলে দিয়ে গেছে। আমরা তদন্ত করে বিস্তারিত বলতে পারবো।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments