fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়শিক্ষা ও সাহিত্যহাবিপ্রবিতে মারধরের ঘটনায় বহিষ্কার ৯ শিক্ষার্থী

হাবিপ্রবিতে মারধরের ঘটনায় বহিষ্কার ৯ শিক্ষার্থী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে ঢুকে মারধরের ঘটনায় নয়জন ছাত্রকে হল থেকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরমধ্যে দুজনকে হল থেকে বহিষ্কারের পাশাপাশি একাডেমিক কার্যক্রম থেকে এক সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে এবং একজনের ছয় মাসের বৃত্তি বাতিল করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাজবিজ্ঞান বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ আহমেদের সঙ্গে ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্স অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী শামীম রেজার বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে যা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। সন্ধ্যায় কথা কাটাকাটি হওয়ার কারণে সেদিন রাত সাড়ে বারোটায় সাজ্জাদের ১০-১৫ জন অনুসারী জিয়া হলে তার নিজ কক্ষে গিয়ে হামলা করে তাকে আহত করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শামীম রেজা।

ঘটনার দিন রাতে বিশ্ববিদ্যালয়ের হল সুপারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন শিক্ষক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত সাপেক্ষে দ্রুত অভিযুক্ত হামলাকারীদের বিপক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরপর গত ১০ নভেম্বর হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিপক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। শিক্ষার্থীদের যে কোনো অভিযোগ-অনুযোগ লিখিতভাবে আমাদের দিলে বা জানালে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। মারামারি কিংবা বিশৃঙ্খলা কোনো অবস্থাতেই কাম্য নয়। আইন নিজের হাতে তুলে না নিতে আমরা সবাইকে আহ্বান জানাই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments