fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়বানিজ্যদায়িত্বে অবহেলা, অদক্ষতার দায়ে বিএডিসির ২ কর্মকর্তা বরখাস্ত

দায়িত্বে অবহেলা, অদক্ষতার দায়ে বিএডিসির ২ কর্মকর্তা বরখাস্ত

দেশের কয়েকটি জেলায় চলতি মৌসুমে বিতরণকৃত পেঁয়াজ বীজের অংকুরোদগম হার অস্বাভাবিক কম হওয়ায় কৃষকদের মারাত্মক ক্ষতি হয় মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। এ ছাড়া আরো একজনকে দায়িত্ব পালনে  বিরত থাকতে বলা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন, বিএডিসির যুগ্ম পরিচালক ড. মো. মাহবুবুর রহমান ও উপপরিচালক শাহানা আক্তার। আর দায়িত্ব পালনে বিরতির আদেশ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সদস্য, পরিচালক (বীজ ও উদ্যান) মো. মোস্তাফিজুর রহমানকে।

সংশ্লিষ্ট জেলা কৃষি সম্প্রসারণ অফিস ও জেলা প্রশাসকের অফিস থেকে এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।    জানা গেছে, প্রাথমিকভাবে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতা পরিলক্ষিত হওয়ায় সেই কর্মকর্তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

প্রসঙ্গত, বিএডিসি কর্তৃক ক্রয়কৃত পেঁয়াজ বীজের তাহিরপুর জাতের শীতকালীন অংকুরোদগম হার গত ৭ নভেম্বর বীজ মূল্যায়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী ৮০ শতাংশ ও ৮১ শতাংশ দেখানো হয়। অথচ কৃষকের মাঠে বিশেষ করে ফরিদপুর ও রাজবাড়ী জেলায় অংকুরোদগম হার ক্ষেত্র বিশেষ ১০ শতাংশ থেকে ২০ শতাংশ হয়। এতে প্রতীয়মান হয় মূল্যায়ন কমিটির প্রতিবেদন যথার্থ ছিল না।

বিষয়টি নিয়ে মন্ত্রণালয় অধিকতর তদন্ত করে জড়িত কর্মকর্তা ও বীজ সরবারাহকারী কোম্পানির বিরুদ্ধে  প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments