জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় অল্পের জন্য বেঁচে যান ছাত্রলীগ সভাপতি জাকারিয়া হোসেন রাজা, রেজার মামা আরিফুল ইসলাম, ছাত্রনেতা নাহিদ, নাঈমসহ ৬জন।
শুক্রবার রাত সোয়া ১২টার এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দামগড় গ্রামের মৃত. মোফাজ্জল হোসেনের ছেলে।
হাসপাতালে ভর্তি রেজা জানান, ৩টি মোটরসাইকেলে করে সে এবং ৬জন রাতে জয়পুরহাটের স্টেশন রোডস্থ সুজিতের চায়ের দোকান থেকে তার চিত্রা পাড়ার ভাড়া বাসায় যাচ্ছিলেন। এ সময় বাসার গেটে পৌঁছা মাত্র পেঁছন দিক থেকে কয়েকজন তাদের উপর অতর্কিত হামলা চালালে ছাত্রলীগ নেতা রেজা আহত হন। এ সময় তাদের উদ্দেশ্যে করে পরপর ৩টি গুলি বর্ষণ করা হয় বলেও তিনি জানান। এ ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, বারবার বলার পরও কোন অভিযোগ পাওয়া যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।