fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধকুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা হামলার ঘটে। নিহতের নাম রাশেদুল ইসলাম (৩০)। সে গাছের দিয়াড় গ্রামের মো. মোস্তফা মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে রাশেদুল ইসলামের ওপর হামলা করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের হয়নি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত সঠিক কারণ বলা হত্যার কারণ বলা যাবে না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments