গতকাল রবিবার বিকেলে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বিক্রি করা সন্তান ফেরত দাবি সংক্রান্ত একটি মামলার শুনানীকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সামনে প্রকাশ্যে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে এক নারী। আত্মহত্যার চেস্টাকারী পারভীন বেগম নামে ওই নারী জেলার বানারীপাড়া উপজেলার নলশ্রী গ্রামের কবির হোসেনের স্ত্রী।
রবিবার মামলার ধার্য তারিখে নাছরিন আদালতে উপস্থিত হয়ে আইনজীবী হুমায়ূন কবিরের মাধ্যমে সন্তান নেয়ার সময় করা রোয়েদাদনামা দাখিল করেন। বাদী পারভীনকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি সাক্ষর করার কথা অস্বীকার করেন। এ সময় পারভীন ম্যাজিস্ট্রেটের সামনে দাড়িয়েই সন্তান না দিলে কোমড়ে গুজে রাখা কীটনাশকের বোতল বের করে পান করতে উদ্যত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ হতচকিত হয়ে ওঠেন। এ সময় বিচারক নিজেই পারভীনকে বিষপান করতে বাঁধা দেয় এবং তার হাত থেকে কীটনাশকের বোতল ছিনিয়ে নেয়। পারভীনকে কিছুক্ষণ বসিয়ে রেখে শুনানী মুলতবি করেন আদালত। পরে আদালত মামলার পরবর্তী শুনানীর নতুন দিন ধার্য করেন।