রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ করে গত মঙ্গলবার। আজ বৃহস্পতিবার দোষী ব্যক্তির দ্রুত বিচারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে প্রাধ্যক্ষ বীথিকা বণিকের বাসায় এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক শ শিক্ষার্থী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। সেখান থেকে তাঁরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে গিয়ে অভিযুক্তের বিচার দাবি ও হল প্রাধ্যক্ষের পদত্যাগসহ কয়েক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা বঙ্গমাতা হল থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। তাঁরা প্রশাসন ভবনের সামনে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।
বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান সেখানে যান। তিনি শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নিতে আগামী রোববার সকাল ১০টা পর্যন্ত সময় চান।