“চিকিৎসক না হয়েও ১০ হাজার অস্ত্রোপচার করেছেন এক ব্যক্তি। তার নাম ওম পাল শর্মা। ভারতের উত্তরপ্রদেশের এ ঘটনা ‘ঘটে। অবশেষে ওই ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।
‘এ বিষয়ে উত্তরপ্রদেশের শাহারানপুরের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওম পাল শর্মা ব্যাঙ্গালুরুর রাজেশ আর নামের এক ‘চিকিৎসকের কাছ থেকে ভুয়া ডিগ্রি নিয়ে গত ১০ বছর ধরে চিকিৎসা সেবার মতো খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতারণা চালিয়ে ‘যাচ্ছিলেন।
‘প্রতারণার মাধ্যমে অভিযুক্ত শর্মা কর্নাটক মেডিকেল কাউন্সিলে নিজের নাম নিবন্ধনও করিয়েছিলেন। পাশাপাশি তিনি একটি ‘সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।
‘পুলিশ কর্মকর্তা আরও জানান, তার পরিচালিত নার্সিং হোমে অন্তত ৭০ হাজার অস্ত্রোপচার করা হয়েছে।”
খবর এনডিটিভির।