fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখেলাধুলাহিগুয়াইন-রোনালদোর গোলে ইউভেন্তুসের দুর্দান্ত জয়

হিগুয়াইন-রোনালদোর গোলে ইউভেন্তুসের দুর্দান্ত জয়

ইউভেন্তুস স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপে জার্মানির লেভারকুজেনকে ৩-০ গোলে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এই গ্রুপের আরেক ম্যাচে রাশিয়ার দল লোকোমোতিভ মস্কোর মাঠে জোয়াও ফেলিক্স ও থমাসের গোলে ২-০ ব্যবধানে জিতেছে আতলেতিকো মাদ্রিদ।

গনসালো হিগুয়াইনের দারুণ গোলে ইউভেন্তুস এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো বের্নারদেস্কি। বেশ কয়েকটি সুযোগ হারানোর পর শেষ দিকে জালের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। বায়ার লেভারকুজেনকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেল ইউভেন্তুস।

সেপ্টেম্বরের মাঝামাঝি প্রথম রাউন্ডে আতলেতিকো মাদ্রিদের মাঠে প্রথমে দুই গোলে এগিয়ে গিয়ে ২-২ ড্র করে ফিরেছিল মাওরিসিও সাররির ইউভেন্তুস।

মঙ্গলবার রাতে ম্যাচের প্রথমার্ধে বল দথলে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য করে ইউভেন্তুস। সপ্তদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণে এগিয়ে যায় তুরিনের ক্লাবটি।

৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েছিলেন হিগুয়াইন। তবে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে আর্জেন্টাইন তারকার নেওয়া জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

মাঝমাঠের কাছ থেকে উড়ে আসা বল ডি-বক্সের বাইরে হেডে ক্লিয়ার করতে গিয়ে পারেননি ডিফেন্ডার ইয়োনাথান। আলগা বল দারুণ এক ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের নিচু শটে ঠিকানায় পাঠান হিগুয়াইন।

৫৭তম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে রোনালদোর শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ গোলটির উৎস পর্তুগিজ এই ফরোয়ার্ডই।

বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে হিগুয়াইনকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রোনালদো। এরপর সতীর্থের কাটব্যাক আলতো টোকায় বাড়ান পেনাল্টি স্পটের কাছে বের্নারদেস্কিকে। অরক্ষিত ইতালিয়ান এই উইঙ্গার বাঁ পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন।

৭৫তম মিনিটে স্কোরলাইনে নাম লেখানোর আরেকটি সুযোগ নষ্ট করেন রোনালদো। তার কোনাকুনি শট এবারও ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।

অবশেষে ৮৮তম মিনিটে সাফল্যের দেখা পান রোনালদো। বদলি নামা পাওলো দিবালার দারুণ পাস ডি-বক্সে ধরে কোনাকুনি শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ঘরের মাঠে বড় জয়ের উল্লাসে মাতে ইউভেন্তুস।

চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে এটা তার প্রথম গোল। সব মিলিয়ে রেকর্ড গোলদাতার গোল হলো ১২৭টি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments