fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িআন্তর্জাতিকভুল করলেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে ইসরাইলঃ ইরানের হুঁশিয়ারি

ভুল করলেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে ইসরাইলঃ ইরানের হুঁশিয়ারি

“ফের ইহুদিবাদী দেশ ইসরাইলকে হুঁশিয়ারি দিল ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ‘প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ সালামি বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল ‘সামান্যতম ভুল করলে এটিই হবে তার সর্বশেষ ভুল। এরপর দখলদার এ অবৈধ রাষ্ট্রটি বিশ্বের মানচিত্র থেকে ‘পুরোপুরি মুছে যাবে।

‘আজ বুধবার তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র হাজার হাজার কমান্ডার ইরানের ‘সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সেখানে জেনারেল সালামি বলেন, ‘বর্তমানে ইসলামি বিপ্লবের যোগাযোগের লাইন হাজার হাজার কিলোমিটার গভীর পর্যন্ত পৌঁছে গেছে। জুলুম, ‘ন্যায়বিচার এবং আধ্যাত্মিকতার বাণী স্থানান্তর করার মাধ্যমে এ অঞ্চলে আমেরিকাকে একঘরে করে ফেলা হয়েছে।

‘ইসলামি বিপ্লবের শক্তিমত্তা এবং প্রতিরোধকামিতার ওপর গুরুত্বারোপ করে আইআরজিসির কমান্ডার সালামি বলেন, ইরানের অভ্যন্তরীণ শক্তি ও সামর্থ ব্যবহার করে বিপ্লবী বাহিনীকে বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী করা হচ্ছে। সূত্র : পার্সটুডে।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments