fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরংপুররংপুর সিটিবেরোবিতে বুথে টাকা জমা দেয়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৬

বেরোবিতে বুথে টাকা জমা দেয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

“বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ব্যাংক বুথে টাকা জমা দেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে মোট ৬ জন গুরুতর আহত হয়েছে।

‘এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

‘জানা গেছে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান, পরিসংখ্যান, রসায়ন, ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগসহ আরও কয়েকটি বিভাগের ভর্তি ও ফরম ফিলাপের তারিখ ছিল। বিশ্ববিদ্যালয়ের কোনো স্থায়ী ব্যাংক শাখা না থাকায় ক্যাফেটেরিয়ার দুই তলায় অবস্থিত অস্থায়ী একটি ব্যাংকবুথে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে থাকে শিক্ষার্থীরা।

‘শিক্ষার্থীরা জানান, দুপুর ১২টার দিকে পরিসংখ্যান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বুথে টাকা জমা দেয়ার সময় লাইনে দাঁড়ান। এ সময় লাইনে না দাঁড়িয়েই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কিছু শিক্ষার্থী লাইনের পাশে থেকে টাকা জমা দিতে থাকলে পরিসংখ্যান বিভাগের কিছু শিক্ষার্থী বাঁধা দিলে দুই বিভাগের শিক্ষার্থীদের মাঝে বাগবিতণ্ডা শুরু হয়।

‘একপর্যায়ে কথা কাটাকাটি থেকে দুই গ্রুপের মধ্যে তুমূল সংঘর্ষে রূপ নেয়। এতে আহত হন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কবিরুল ইসলাম কাকন, দিপু এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শামীম, রোহান। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‘বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কর্মরত ডাক্তার অলক কুমার বলেন, আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত পেয়েছেন আরেকজনের নাকের ছিদ্র বন্ধ হয়ে গেছে।

‘এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহিব্বুল ইসলাম বলেন, ব্যাংক বুথে টাকা জমা দেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‘এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমানের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments