fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধ'মেহেরপুরে' দুপক্ষের গোলাগুলিতে যুবক নিহত

‘মেহেরপুরে’ দুপক্ষের গোলাগুলিতে যুবক নিহত

“মেহেরপুরে দুপক্ষের গোলাগুলিতে ইসমাইল হোসেন বাক্কা (৩২) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। ‘বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

‘ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ইসমাইল হোসেন বাক্কা চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি গ্রামের মোল্লাপাড়ার মৃত সাদেক আলীর ছেলে।

‘মেহেরপুর সদর উপজেলার বারাদী ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলী যুগান্তরকে জানান, সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে সেখানে অভিযানে যান তারা। পরে একটি আমবাগানে গুলিবিদ্ধ বাক্কাকে পড়ে থাকতে দেখেন।

‘সেখান থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments