“শিয়া মুসলিমদের কারবালায় জমায়েত পণ্ড করতেই পরিকল্পনা করে ইরাকে অস্থিতিশীলতা তৈরির পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল। এমন অভিযোগ করেছেন ইরানের প্রবীণ ধর্মীয় আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ এমামি আল খাসেমি।
“শুক্রবার সারমনে এক ভাষণে তিনি এ কথা বলেন। দেশটির তাসনিম নিউজের বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানায়, শুক্রবার পর্যন্ত ইরাকে সহিংসহতায় এ পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন।
“ইরানের প্রখ্যাত আলেমে দ্বীন আয়াতুল্লাহ মোহাম্মদ এমামি আল খাসেমি বলেন, ইসলামি জাতির বিরুদ্ধে শত্রুরা দূঢ় প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্র এবং ইহুদিরা ইরাকের আরবাইনকে (তীর্থযাত্রা) লক্ষ্য বানিয়েছে। কারণ তারা কারবালায় লাখ লাখ লোকের উপস্থিতি সহ্য করতে পারে না।