রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন।
কর্মসূচি পালনের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর সেখানে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
শিক্ষার্থীরা জানান, মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি হয়। পরে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে সড়ক অবরোধ করেন।
ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখার পর সন্ধ্যা ৬টায় ক্যাম্পাসে মশাল মিছিল করার কর্মসূচি দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
রোববার রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হলের দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। জানা যায়, ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েক নেতা। এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ১৯ জনকে আসামি করে মামলা হয়েছে। এছাড়া অভিযুক্ত ১১ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
এদিকে আবরার হত্যার বিচারসহ সাত দফা দাবিতে মঙ্গলবার বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।