সোমবার দিবাগত রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ওয়াশিং মেশিনের ভেতর ইয়াবা পাচারকালে ১৮ হাজার ৭০০ পিস ইয়াবাসহ ইয়াবার আন্তর্জাতিক দুই ডিলারকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন, টাঙ্গাইলের ঘাটাইল থানার জোড়দিঘী এলাকার মো: আ: হাইয়ের ছেলে মো: সাইদুর ইসলাম (৩০) ও একই জেলার সখিপুর থানার সাফিয়াচালা গ্রামের মো: ফয়েজ আলীর ছেলে হারুন মিয়া (৩৪)।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, একটি ইয়াবার বড় চালান কক্সবাজার এলাকা হইতে এস. এ পরিবহনের মাধ্যমে গাজীপুরের ভোগড়া এলাকায় নিয়ে এসেছে। এই সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন ভোগড়া বর্ষা সিনেমা হলের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের একটি অফিসের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাইদুর ইসলাম ও হারুন মিয়াকে আটক করা হয়। এসময় আটককৃতদের দখলে থাকা ২ টি নতুন ওয়াশিং মেশিনের ভিতর সুকৌশলে রক্ষিত অবস্থায় সর্বমোট ১৮ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইলফোন এবং নগদ ৫ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সংঘবদ্ধ একটি আন্তর্জাতিক ইয়াবা ডিলার। দীর্ঘদিন ধরে চোরাই পথে বিদেশ হতে ইয়াবা ট্যাবলেট আমদানি করে অভিনব কৌশলে বিভিন্ন কুরিয়ার সার্ভিস/এস. এ পরিবহনের মাধ্যমে চট্রগ্রাম, কক্সবাজার ও বিভিন্ন এলাকা হতে গাজীপুরে নিয়ে এসে বিভিন্ন স্থানে বিক্রি করে।