রংপুরের গঙ্গাচড়ায় নিজেদের শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের বালাটারী গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ওই গ্রামের মোজাফর আলীর ছেলে ছাবের আলী (৪২) এবং এবং তার স্ত্রী মুক্তারা বেগম (৩৫)।
স্থানীয়রা জানান, প্রায় ১৮ বছর আগে পার্শ্ববর্তী মর্ণেয়া গ্রামের মুক্তারা বেগমের সঙ্গে বিয়ে হয় রাজমিস্ত্রী ছাবের আলীর। ওই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় সোমবার রাতেও বড় মেয়ে বাড়ির পাশে তার দাদির সঙ্গে ঘুমাতে যায় এবং ছোট মেয়ে ও ছেলে নানা বাড়িতে ছিল।
আজ মঙ্গলবার সকালে বড় মেয়ে ঘুম থেকে উঠেই কোচিংয়ে চলে যায় এবং বেলা ১২টার দিকে ফিরে এসে তার মা-বাবার ঘরের দরজা বন্ধ দেখতে পেরে ডাকাডাকি শুরু করে। একপর্যায়ে তাদের কোনো সাড়া না পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে বিছানায় মুক্তারার এবং আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাবের আলীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
তারা আরও জানান, পরে দুপুর ২ টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে- রাতের কোনো এক সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।