বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় নতুন একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এতে আবরারকে ডেকে নেয়া থেকে শুরু করে রয়েছে তার মরদেহ সিড়িতে ফেলে রাখার দৃশ্য ধরা পড়েছে।
সিসি ক্যামেরায় ধারণকৃত ১৫ মিনিটের এই ভিডিও ফুটেজে শিক্ষার্থীরা ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে নাম প্রকাশ করেছেন। যেখানে দেখা যায়, রাত সোয়া ৮টার দিকে ফাহাদকে দোতলায় ২০১১ নম্বর কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপর একে একে আসামিদের সেই কক্ষে প্রবেশ করতে দেখা যায়। পরবর্তীতে আবরারের লাশ সিঁড়িতে ফেলে পালিয়ে যায় আসামিরা।
সুত্রঃ facebook