fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধবুয়েটছাত্র আবরার হত্যায় 'যুক্তরাজ্যের নিন্দা'

বুয়েটছাত্র আবরার হত্যায় ‘যুক্তরাজ্যের নিন্দা’

“বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। বুধবার ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

‘এতে বলা হয়, বুয়েটে ঘটে ঘটনায় যুক্তরাজ্য বিস্মিত ও মর্মাহত। যুক্তরাজ্য গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসনের ক্ষেত্রে নিঃশর্তভাবে অঙ্গীকারাবদ্ধ।

‘এদিকে ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনের অপর এক বিবৃািততে জানানো হয়েছে, রোহিঙ্গা সংকট মোকাবেলায় খাদ্য, স্বাস্থ্য সেবা, ‘পয়ঃনিষ্কাশন এবং যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের কাউন্সিলিং ও সহযোগিতা করতে যুক্তরাজ্য আরও অতিরিক্ত ৩০ মিলিয়ন ‘পাউন্ড সহযোগিতা ঘোষণা করেছে।

‘এ নিয়ে ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের সহযোগিতায় যুক্তরাজ্যের সহায়তার পরিমাণ দাঁড়াল ২৫৬ মিলিয়ন পাউন্ড।

‘এ ব্যাপারে যুক্তরাজ্যের আর্ন্তজাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস সাগ বলেন, তিনি নিজে কক্সবাজার সফর করে রোহিঙ্গাদের ‘মানবেতর জীবনযাপনের চিত্র দেখেছেন। যুক্তরাজ্য এই অতিরিক্ত অর্থ সহায়তা দিচ্ছে সহিংতা ও পাচারের শিকার ব্যক্তিদের রক্ষা ‘এবং আগামী বছর বর্ষা মৌসুমে বিরূপ পরিস্থিতি থেকে ক্যাম্পে অবস্থান নেওয়াদের সুরক্ষার জন্যও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments