fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজনীতিগণমাধ্যম ছাড়া মিটিংয়ে না 'বুয়েট শিক্ষার্থীদের'

গণমাধ্যম ছাড়া মিটিংয়ে না ‘বুয়েট শিক্ষার্থীদের’

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলামের বৈঠক আজকের মতো স্থগিত করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ড. মিজানুর রহমান।

জানা গেছে, দিনভর এ বৈঠক নিয়ে ভিসির ব্যক্তিগত কর্মকর্তার সঙ্গে শিক্ষার্থীদের দর কষাকষি চলে। শেষ পর্যন্ত গণমাধ্যম ছাড়া মিটিংয়ে অংশ নিতে রাজি হয়নি শিক্ষার্থীরা। এছাড়া, আন্দোলনে সমর্থন দেয়া শিক্ষক সমিতির নেতাদের বৈঠকে ডাকা হয়নি। এটিও শেষ পর্যন্ত বৈঠক না হওয়ার একটি কারণ।
ছাত্রকল্যাণ পরিচালক জানান, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ ইস্যুটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়। এটার বিষয়ে সেভাবে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, ভিসি অফিস থেকে জানানো হয়েছে শুক্রবার বিকালে শিক্ষার্থীদের সঙ্গে বসার ব্যাপারে আলাপ হয়েছে। যদিও শিক্ষার্থীরা এমন কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পায়নি বলে জানিয়েছেন।

উল্লেখ্য, আবরার হত্যায় অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার, আবরারের পরিবারের সকল ক্ষতিপূরণ ও মামলার খরচ বুয়েটকে বহন, মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য বুয়েট প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেয়া এবং বুয়েটের সাংগঠনিক ছাত্র রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবিতে আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ নিয়ে উপাচার্যের সঙ্গে মিটিং হওয়ার কথা চলছে শিক্ষার্থীদের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments