বরিশালের উজিরপুর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে মা ও ছেলেকে মারধর করার অভিযোগ উঠেছে। উপজেলার হারতা ইউনিয়নের পশ্চিম হারতা গ্রামে আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত গৃহবধূর শ্বশুর মজিবুর রহমান বাদী হয়ে দুজনকে আসামি করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
আহত গৃহবধূর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রামের ওয়াহেদ আলী মৃধার মাদকাসক্ত ছেলে কামাল হোসেন মৃধা (৩৫) সহযোগীদের নিয়ে মোশারফ হোসেনের বাড়ির বাগানে নিয়মিতভাবে মাদক সেবন করতেন। বেশ কয়েকবার তাঁকে সেখানে বসে মাদক সেবন করতে নিষেধ করা হয়। কিন্তু তারপরও কামাল সেখানে বসে মাদক সেবন চালিয়ে যাচ্ছিলেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কামাল তাঁর সহযোগীদের নিয়ে মাদক সেবনের সময় মোশারফের স্ত্রী ঝর্না বেগম (৪০) তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে কামাল ঝর্নার ঘরে ঢুকে তাঁকে মারধর করেন। এ সময় বাধা দিতে এলে ঝর্নার ছেলে ওমর ফারুককেও (১২) পিটিয়ে জখম করেন। এ বিষয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও দেন কামাল
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশির কুমার পাল সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আহত গৃহবধূর শ্বশুর মজিবুর রহমান বাদী হয়ে কামাল হোসেন মৃধা ও তাঁর বাবা ওয়াহেদ আলী মৃধাকে আসামি করে একটি মামলা করেছেন।