বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের কার্জন হলের রসায়ন অনুষদ ভবনের গ্রীলের সাথে গলায় ফাঁস দেওয়া এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সেলিম হাওলাদার (৪৮) সাবেক স্ত্রী ও দুই সন্তান সহ হাইকোর্ট এলাকাতে ভবঘুরে জীবনযাপন করতো।
শাহবাগ থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, স্ত্রী সেলিনার সাথে তার তালাক হয়ে যায়। পরিবার নিয়েই বিভিন্ন অশান্তিতে ভুগছিলো সে। এই কারণেই সে রাতের কোনো সময়ে কার্জন হলের ভিতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা যায়।