মামলাকারী কলেজছাত্রীকে ফের ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার সাময়িক বরখাস্ত সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব (বরখাস্ত) ও মোহাম্মদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম রতনের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ বুধবার আসামি ও বাদীপক্ষের শুনানি নিয়ে তার জামিন আবেদন নাকচ করেন। চার দিন আগে গ্রেপ্তার রতনকে ফের কারাগারে নেওয়া হয়।
এক বছর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রতনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন ওই কলেজছাত্রী। মামলাটি এখন ঢাকার একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন। এই মামলা করার আগের মাসে রতনের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগে আরেকটি মামলা করেছিলেন ওই ছাত্রী।
দুই মামলাতেই ধানমন্ডি থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দেওয়ার পর রতনকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর জের ধরেই বিবাহিত রতন তাকে ফের ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন ওই ছাত্রী।