fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধমাদক মামলায় ইউপি মেম্বারসহ তিন জনের কারাদণ্ড

মাদক মামলায় ইউপি মেম্বারসহ তিন জনের কারাদণ্ড

মাদক আইনে দায়ের করা মামলায় ঢাকার সাভার থানার আমিন বাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার শামীম বেপারীসহ ৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর দুইজন তার সহযোগী নাহিদ ও রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহার এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। অপর এক আসামি তৌকিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে খালাস দিয়েছেন।

আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাকিলা জেসমিন মিতু বিষয়টি নিশ্চিত করেছেন।এদিন সব আসামি আদালতে হাজির ছিল। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে তাদের পাঠিয়েছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১৯ জুন আসামিরা মাদক বিক্রি করছে— এমন তথ্যর ভিত্তিতে জেলা গোয়েন্দার একটি দল অভিযান চালায়। অভিযানে শামীমের কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং নাহিদ ও রফিকুলের কাছ থেকে ৪ হাজার করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাভার মডেল থানায় পুলিশের সহকারী উপপরিদর্শক এনায়েত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments