জীবনের বাস্তবতা যারা মেনে নিতে না পেরে শর্টকাট পথ খুঁজছে তারাই উগ্রবাদে জড়াচ্ছে বলে জানালেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান (সিটিটিসি) মনিরুল ইসলাম। তিনি আরও বলেন, জঙ্গিবাদে যারা সংগ্রহকারী, উদ্বুদ্ধকারী তারা ইন্টারনেটে লোভনীয় ও আকর্ষণীয় প্যাকেজ দিচ্ছে। যারা মানসিকভাবে দুর্বল ও যাদের দেশপ্রেম নেই, মানুষের প্রতি দায়িত্ববোধ নেই, মতাদর্শিক জায়গায় ধারণা নেই তারাই উগ্রবাদে জড়িত হচ্ছে।
শনিবার (১৯ অক্টোবর) ‘ঢাকা পিস টক’ শীর্ষক এক অনুষ্ঠান উদ্বোধন উপলক্ষে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মনিরুল ইসলাম।
তিনি বলেন, এখন জঙ্গি যারা গ্রেফতার হচ্ছে, তারা কেউ কেউ আগে থেকেই জড়িত ছিল, আবার কেউ কেউ নতুন করে র্যাডিকালাইজড হয়ে জঙ্গিবাদে জড়িয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘হোলি আর্টিজান হামলার পর জঙ্গিবাদবিরোধী কাজ বেশি হচ্ছে, যা আগে খুব একটা ছিল না। আমাদের এটা আরও বাড়াতে হবে। আমাদের একটি জঙ্গিবাদবিরোধী অ্যান্টিবডি তৈরির কাজ করতে হবে।
তিনি বলেন, ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণেরাই উগ্রবাদে জড়াচ্ছে বেশি।