রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রান্না করা গরুর মাংসের ভেতর থেকে ২ হাজার ৬৭৫ পিস ইয়াবাসহ হাসান মিয়া নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
সোমবার ( ২১ অক্টোবর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মোঃ সহিদুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ‘সি’ শিফটের গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরের বহির্গমন হলের বিভিন্ন গেটে সতর্ক অবস্থান নেয়। এসময় এয়ার এরাবিয়ার জি-৯৫১৪ ফ্লাইটে দুবাই যাত্রী হাসান মিয়ার গতিবিধি সন্দেহজনক হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ইয়াবা বহনের কথা স্বীকার করেন।
মহাপরিচালক ড. মোঃ সহিদুল ইসলাম আরও জানান,পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার ব্যাগ তল্লাশি করা হয়। এসময় রান্না করা গরুর মাংসের ভেতর কালো স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়। আটক ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৩ লাখ টাকা।