গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুড়িখালী গ্রামে ১৩ বছর বয়সী কিশোর কর্তৃক ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। আজ বুধবার সকালে ধর্ষণের শিকার ওই শিশুটিকে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ধর্ষণের শিকার শিশুটি মা জানায়, শিশুটির বাবা ঢাকায় দিনমজুর এর কাজ করে। মঙ্গলবার বিকেলে বিকাশের টাকা উত্তোলনের জন্য ৩ বছর বয়সের মেয়েকে ঘরে রেখে তিনি স্থানীয় দীঘিরজান বাজারে যায়। সেখান থেকে ফিরে দেখতে পায় ঘরে রেখে যাওয়া শিশু মেয়েটি কাঁদছে। তখন মা তার কাছে জানতে চাইলে মেয়েটি জানায়, পাশেরবাড়ির এক ছেলে ঘরে ঢুকে তার প্যান্ট খুলে প্রসাব করার জায়গায় কি যেন করেছে।
এ কারণে সেখানে ব্যাথা হচ্ছে। রাতে মা ওই শিশুটিকে প্রসাব করাতে নিলে প্রসাবে জায়গা থেকে রক্ত বের হতে দেখেন। পরে সকালে শিশুটিকে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম মুনির জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক তিনি হাসপাতালে যান এবং শিশুটির চিকিৎসার খোঁজ নেন। ঘটনায় জড়িতকে আটকের চেষ্টা চলছে। তাছাড়া এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।