কোস্টগার্ডের টেকনাফ স্টেশন শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে সিরাজ উল্লাহ (৩১) নামে এক মাদক পাচারকারীকে আটক করে।
টেকনাফ থানার আওতাধীন ইসলামাবাদ নামক স্থানে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ওই মাদক পাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করছেন ইয়াবাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের উদ্দেশ্যে তার বাড়িতে মজুদ করে রাখা হয়েছিল। পরে ইয়াবাগুলো জব্দ করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।