গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) এলাকায় হাত বাঁধা অবস্থায় এক যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শনিবার রাত পৌনে ৮টার দিকে কড্ডা এলাকার কড্ডা-কালাকুর সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই যুবকের হাত পেছন থেকে বাঁধা অবস্থায় ছিল। তাঁর পরনে ছিল ছাই রঙের টি-শার্ট ও কালো প্যান্ট। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে গেছে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাওসার চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।