fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধনারায়ণগঞ্জের আড়াইহাজারে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

পুলিশের কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন আবু ছাইদ (৩৫) নামের এক যুবক। নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুরবাড়ি থেকে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর  গতকাল রবিবার ভোরে উপজেলার ইলমদী বেনুজিরের বাগ এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, নিহত যুবক আন্ত জেলা ডাকাতদলের সদস্য।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলায় পর পর বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় পুলিশ ডাকাত ধরার জন্য অভিযান চালিয়ে আসছে। পুলিশের ভাষায়, আবু ছাইদ একজন ডাকাত হওয়ায় গত শনিবার থানা পুলিশ উপজেলার দুপ্তারা ইউনিয়নের গিরদা এলাকায় শ্বশুড়বাড়ি থেকে তাঁকে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তাঁকে নিয়ে সহযোগীদের আটক করতে রবিবার ভোরে উপজেলার ইলমদী এলাকার বেনুজির আহমেদের বাগ এলাকায় অভিযান চালায় পুলিশ।

পুলিশের দাবি, তাদের অবস্থান টের পেয়ে সেখানে ওত পেতে থাকা ডাকাতদল আবু ছাইদকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর গুলি চালাতে থাকে। ওই সময় পুলিশও পাল্টা গুলি চালায়। ডাকাত-পুলিশের মধ্যে ৩০ মিনিটব্যাপী গুলিবিনিময় হয়। পরে ডাকাতদল পালিয়ে যায়। ওই সময় ডাকাতদের গুলিতে ডাকাত আবু ছাইদ, পুলিশের উপপরিদর্শক সিরাজুল ইসলাম, সহকারী উপপরিদর্শক সবুজ ও কনস্টেবল লিমন আহত হন। ঘটনাস্থল থেকে আহত ডাকাত আবু ছাইদসহ আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক আবু ছাইদকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতদের ব্যবহূত একটি পিস্তল উদ্ধার করে। নিহত ডাকাত আবু ছাইদ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া এলাকার নাজিমউদ্দিনের ছেলে বলে পুলিশ জানায়।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহত আবু ছাইদ একজন কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে আড়াইহাজার থানাসহ পার্শ্ববর্তী থানায় আটটি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের ছয় রাউন্ড গুলি করতে হয়েছে বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments