রাজধানীর সবুজবাগের দক্ষিণগাও পশ্চিমপাড়া এলাকায় সোমবার (২৮ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে ১ নম্বর রোডের ৪৪/৭ নম্বর বাসার ৫ম তলার বাথরুম থেকে রেহেনা খাতুন (২৩) নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রেহেনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
রেহেনা উন্মুক্ত বিশ্বাবিদ্যালয়ের অধীনে সিদ্ধেশ্বরী কলেজে লেখাপড়া করতো। সে সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোফাজ্জল হোসেন জানান, রেহেনা উন্মুক্ত বিশ্বাবিদ্যালয়ের লেখাপড়া করতো। মাঝে মাঝে আবার চাকুরীবাকরিও করতো। কয়েক বছর আগে বাবা মারা যাওয়ার পর তার মা জামিলা খাতুন আরেকটি বিয়ে করে স্বামীর সাথে থাকে। সবুজবাগের ওই বাসাতে রেহেনা একাই থাকতো। বাবার মৃত্যু ও মায়ের অন্যত্র বিয়ে করে চলে যাওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলো সে। এ কারণে প্রায় সময়ই সে মনমরা হয়ে থাকতো।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ২৭ অক্টোবর রাতের যেকোনো সময় বাসার বাথরুমের ঝর্ণার লোহার পাইপের সঙ্গে ওড়না বেধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সে। তবে ময়নাতদন্তের পর মৃত্যু সঠিক কারণ জানা যাবে।