এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে ধরা পড়েছে উচ্চপদে থাকা ১৭ সরকারি কর্মকর্তা। রোববার দুদক একটি চিঠিতে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তাদের তথ্য চেয়েছেন।
যাদের তথ্য চেয়েছে তারা হলেন- শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, নির্বাহী প্রকৌশলী ফজলুল হক মধু, নির্বাহী প্রকৌশলী শওকত উল্লাহ, নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন, নির্বাহী প্রকৌশলী ইলিয়াস আহমেদ, নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত সার্কেল-৩ ফজলুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকন উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোমিন চৌধুরী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল কাদের।
তালিকায় আছেন গণপূর্ত অধিদপ্তরের সাবেক তিন বড় কর্মকর্তাও। তারা হলেন- সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সি ও সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হাই। এ ছাড়া বর্তমানে গণপূর্ত অধিদপ্তরের সবচেয়ে প্রভাবশালী এক কর্মকর্তার নামও আছে এ তালিকায়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার নামও রয়েছে তালিকায়। তারা হলেন পরিকল্পনা শাখার সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান এবং আরেক কর্মকর্তা সাজ্জাদ।