fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঢাকাঢাকা সিটিঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ১৩.২৬ শতাংশ

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ১৩.২৬ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১১ হাজার ১৫৮ জন ভর্তিচ্ছু। শতকরা হিসেবে পাসের হার মোট পরীক্ষার্থীর ১৩.২৬ শতাংশ। অর্থাৎ অকৃতকার্য হয়েছেন ৮৬.৭৪ শতাংশ পরীক্ষার্থীই।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি ও তথ্য কেন্দ্র (কক্ষ নং-২১৪) থেকে এই ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ঘ ইউনিটে এক হাজার ৫৬০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৯৭ হাজার ৫০৬ জন হলেও ভর্তি পরীক্ষায় অংশ নেন ৮৪ হাজার ১৭৭ জন। অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে নৈর্ব্যক্তিক অংশে পাস করেন ১২ হাজার ৬৬৭ জন। নৈর্ব্যক্তিক ও লিখিত উভয় অংশে পাশ করেছেন ১১ হাজার ১৫৮ জন পরীক্ষার্থী।

গত ২৭ সেপ্টেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (http://admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে। এ ছাড়াও DU স্পেস KA স্পেস রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করলেই ফিরতি SMS-এ ফলাফল পাওয়া যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments