রাজধানীতে মঙ্গলবার ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। মাদকবিরোধী বিশেষ এই অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি এক বার্তায় জানায়, গ্রেফতারদের কাছ থেকে ২ হাজার ৬১৪ পিস ইয়াবা, ১১১ গ্রাম হেরোইন, ৩ কেজি ৫২২ গ্রাম গাঁজা ও ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে। একই সঙ্গে এসব মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।
গতকাল সোমবারও একই অপরাধে আরও ৪০ জনকে গ্রেফতার করেছে ডিএমপি।