গাজীপুরের কোনাবাড়ির আমবাগ পশ্চিমপাড়া এলাকায় গতকাল(বৃহস্পতিবার) রাত ৮টায় লাগা আগুনের খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. জাকারিয়া খান বলেন, বৈদ্যুতিক শার্টসার্কিট থেকে প্রথমে একটি ঝুট গুদামে আগুন লেগে দ্রুত তা আশেপাশে ছড়িয়ে পড়ে। ছয়টি ঝুটের গুদাম, একটি ওষধের দোকান, একটি দর্জি দোকান, একটি সেলুন ও মুদি দোকানসহ ছয়টি দোকান ও মালামাল পুড়ে যায়।
তবে এইদুর্ঘটনাতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।