fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখেলাধুলাক্রিকেটরাজ্জাক প্রথম বোলার হিসেবে ৬'শর খাতায় নাম লেখালেন

রাজ্জাক প্রথম বোলার হিসেবে ৬’শর খাতায় নাম লেখালেন

আব্দুল রাজ্জাক জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেট নিয়ে নিজেকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছেন।

বাংলাদেশের ক্রিকেট জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেট নিয়ে নিজেকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছেন। গত বছরের জানুয়ারিতে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন আব্দুর রাজ্জাক। এবার  দ্বিতীয় স্থানে থাকা স্পিনার এনামুল হক জুনিয়রের (৪৭৭টি) সঙ্গে তার ব্যবধান প্রায় দেড়শ’র কাছাকাছি।

শনিবার রংপুর বিভাগের বিপক্ষে ৫৯৪ উইকেট নিয়ে মাঠে নামেন আব্দুল রাজ্জাক। আর নেমেই প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস গড়া সেই ৬০০ উইকেটের নতুন মাইলফলক স্পর্শ করেন।

এদিন, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুর বিভাগের ব্যাটসম্যানদের রীতিমত কোণঠাসা করে রেখেছিলেন খুলনার অধিনায়ক রাজ্জাক। শেষ পর্যন্ত রংপুর ২২৪ রানে গুটিয়ে যায়। রাজ্জাক একাই নেন ৭ উইকেট। বোলিং ফিগারটাও ঈর্ষা জাগানোর মতো, ২৪.১-৭-৬৯-৭।

প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেট প্রাপ্তির তালিকায় তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ শরীফ। সেরা পাঁচে তিনিই একমাত্র পেসার। ১৩২ ম্যাচে তার উইকেট ৩৯৩টি। চতুর্থ স্থানে থাকা বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলের ১১২ ম্যাচে ৩৯২ উইকেট। পঞ্চম স্থানে থাকা সাকলাইন সজীবও বাঁহাতি স্পিনার। ৯০ ম্যাচে তিনি উইকেট নিয়েছেন ৩৬১টি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments