fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িজাতীয়অপরাধব্রাহ্মণবাড়িয়ায় শিশুসন্তানকে শ্বাসরোধ করে হত্যা, মা আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুসন্তানকে শ্বাসরোধ করে হত্যা, মা আটক

আটক সানোয়ারা বেগম (২৭) উপজেলার রূপসদী ইউনিয়নের ভেলানগর গ্রামের মো. ফারুক মিয়ার স্ত্রী।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, হতাশাগ্রস্ত হয়ে সানোয়ারা তার দুই বছর বয়সী ছেলে রাফিকে হত্যা করেছেন বলে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ ধারণা করছে।

“স্বামীর প্রবাস থেকে পাঠানো টাকায় কোনোমতে সংসার চলত। কিন্তু ঋণের টাকা শোধ হচ্ছিল না। এই হাতাশা থেকে সানোয়ারা গত ৩০ অক্টোবর ভোরে রাফিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাড়ির পাশে বিলের কচুরিপনার ওপর ফেলে দেন।”

রাফি একটি বিরল রোগে আক্রান্ত ছিল জানিয়ে তিনি বলেন, তার শরীরের কোথাও আঘাত লাগলে রক্ত জমাট বেধে যেত। সামান্য কেটে গেলে রক্ত পড়া বন্ধের জন্য হাসপাতালে নিতে হত।

সন্দেহবশত সানোয়ারাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন বলে জানান পুলিশ সুপার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments