রাজধানীর ডেমরা থেকে শুক্রবার (০১/১১/১৯) আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে ২৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহনেওয়াজ (২২), মো. মাসুদুর রহমান ওরফে মাসুদ (৩৮) ও মো. টিটু (৪৩)। তাদের কাছ থেকে মাদক বিক্রির প্রায় ৫ লাখ টাকাও উদ্ধার করা হয়।
শনিবার (২ নভেম্বর) র্যাব-১ এএসপি কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
র্যাবের এ কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের প্রেক্ষিতে গতকাল ডেমরা থানাধীন ডগাইর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রাইভেটকারের বিভিন্ন অংশে নিজেদের মতো করে ইয়াবা বহনের জন্য জায়গা বানায় তারা। পরে সেখানে ইয়াবা লুকিয়ে পরিবহন করে রাজধানীতে নিয়ে আসে। প্রতি চালান পরিবহনের জন্য তারা ১৫-২৫ হাজার টাকা পেয়ে থাকে।
আটক আন্তঃজেলা মাদক ব্যবসায়ী শাহনেওয়াজ এখন পর্যন্ত ৫০ এর বেশী চালান ঢাকায় পরিবহন করে এনেছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক থানায় মামলাও রয়েছে বলে জানান এই কর্মকর্তা।