fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িরাজনীতিসিলেট বিএনপির ৪ নেতার পদত্যাগ

সিলেট বিএনপির ৪ নেতার পদত্যাগ

তারা রোববার কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র দাখিল করবেন বলেও জানান।

আরিফুল হক চৌধুরী  বলেন, “বিএনপি আমার প্রাণের সংগঠন। এটাই শুরু এটাই শেষ। আমরা প্রতিবাদী হয়ে পদটা শুধু ত্যাগ করব, দল নয়।” পদত্যাগের সিদ্ধান্ত একটি প্রতিবাদ। প্রতিবাদটা হচ্ছে তৃণমূলকে না জানিয়ে কেন্দ্র থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার বিপক্ষে। কমিটি গঠনের ক্ষেত্রে দলে ত্যাগী নেতাদের মুল্যায়ন হচ্ছে না। তাই এমন সিদ্ধান্ত।

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরী  বলেন, “অন্যায়ের প্রতিবাদ করা ঈমানী দায়িত্ব। আমরা শুধু আওয়ামী লীগের অন্যায়ের প্রতিবাদ করব অথচ নিজেদের দলের ভেতরে যে অন্যায় ঘটে তার প্রতিবাদ করব না, তাতে তো ঈমান থাকে না। তাই অন্যায়ের প্রতিবাদ জানাতেই আমরা বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছি।”

পদত্যাগীর সংখ্যা আরও বাড়বে জানিয়ে শাহরিয়ার বলেন, “দুয়েকদিনের মধ্যেই আমরা ঢাকা আসব। ঢাকায় এসে আমাদের পদত্যাগপত্র যথাস্থানে পৌঁছে দেব।”

পদত্যাগের ঘোষনা দেওয়া নেতাদের অভিযোগ, বিএনপিতে হাইব্রিডদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। আমরা বিএনপিতে হাইব্রিড না। বদলে যাদের নেতৃত্বে আনা হয়েছে, তাদের আমরা কেউ চিনি না। আমাদের কারণে নেতাকর্মীরা মাঠে থাকে।

তারা জানায়, গত ৩০ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে প্রায় দেড় হাজার সমর্থক নিয়ে সিলেটে মিছিল করেছে যুবদল। নতুন কমিটিতে সেই সব কর্মসূচি উদযাপনকারী কেউ নেই। এজন্য তারা রাতেই বিক্ষোভ দেখাতে চেয়েছিল। আমরা বারণ করে নিজেরাই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরিই আমরা প্রেস কনফারেন্স করে বিস্তারিত গণমাধ্যমকে জানাব যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি মহল অন্ধকারে রেখে, ভুল বুঝিয়ে এসব অপকর্ম চালিয়ে বিএনপির ক্ষতি করছে।

উল্লেখ্য যে, ১৯ বছর পর গত শুক্রবার সিলেটে যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। জেলার আহ্বায়ক মনোনীত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সিদ্দিকুর রহমান, মহাগরের আহ্বায়ক নজিবুর রহমান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments