fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষকে পুকুরে ফেলার ঘটনায় ৫ জন শনাক্তঃ স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষকে পুকুরে ফেলার ঘটনায় ৫ জন শনাক্তঃ স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় এই পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য যে গতকাল শনিবার দুপুরে রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন আহমেদকে নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা কর্মীরা পুকুরের পানিতে নিয়ে ফেলে দেয়। এই ঘটনায় পলিটেকনিক শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভসহ কয়েকজনের বিরুদ্ধে এঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠে।

অধ্যক্ষকে পুকুরের পানিতে ফেলার ঘটনার সিসি টিভি ফুটেজ।

ঘটনার প্রেক্ষিতে রাজশাহী মহানগর ছাত্রলীগ এক জর‍্যরী সভায় পলিটেকনিক শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভকে বহিষ্কার ও পলিটেকনিক শাখা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত চেয়ে কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ জানায়।

এ ঘটনায় শনিবার রাত ১০টার দিকে অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ নিজে বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন। মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও সৌরভ ও তার অনুসারীদের এখনও ধরতে করতে পারেনি।

এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি সঙ্গে সঙ্গে জেনেছি ঘটনাটি। সঙ্গে সঙ্গেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments