fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িরাজনীতিসাবেক মেয়র খোকার মরদেহ দেশে, দাফন জুরাইন কবরস্থানে

সাবেক মেয়র খোকার মরদেহ দেশে, দাফন জুরাইন কবরস্থানে

আজ (৭ নভেম্বর) সকাল ৮টা ২৮ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মরদেহ নিউইয়র্ক থেকে অবতরণ করে।

বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানের কাছ থেকে জানা যায়, বিমানবন্দরে খোকার মরদেহ গ্রহণ করেন দলের জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

সেখানে অন্যান্য বিএনপি নেতা- হাবিব উন নবী খান সোহেল, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেজর (অব) কামরুল ইসলাম, খায়রুল কবির খোকন, কামরুজ্জামান রতন ,ফজলুল হক মিলন, ও দলের মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই খোকার প্রথম জানাজা নামাজ দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা শেষ হলে খোকার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানোর পর্ব শেষ হলে তাকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।সেখান থেকে তাঁর মরদেহ ঢাকা সিটি করপোরেশন ভবনে নিয়ে যাওয়া হবে। সেখান তাঁর তৃতীয় জানাজা নামাজ শেষে তাকে গোপীবাগে ব্রাদারস ইউনিয়ন ক্লাবে নিয়ে যাওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে খোকাকে তার বাসভবনে নিয়ে যাওয়া হবে।

শেষে ধুপখোলা মাঠে নিয়ে সেখানেই চতুর্থ জানাজা নামাজ শেষে খোকাকে জুরাইন কবরস্থানে তার মায়ের কবরে দাফন করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments