জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি, মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের মরদেহ ভারত থেকে শুক্রবার (৮ নভেম্বর) ঢাকায় আনা হবে। শনিবার (১০ নভেম্বর) চট্টগ্রামে জানাজা শেষে নিজ এলাকা বোয়াখালীর সারোয়াতলী গ্রামে দাফন করার কথা রয়েছে।
ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টায় তার মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে যান।
তার মৃত্যুতে শোকার্ত তার পরিবারসহ তার রাজনৈতিক জীবনের সহকর্মীরা। শোক ও সমবেদনা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদের জনসংযোগ কর্মকর্তা নুরুল হুদা জানান, কিছুদিন ধরেই মইন উদ্দীন খান বাদল অসুস্থ ছিলেন। তার হার্টের সমস্যাসহ স্বাস্থ্যবিষয়ক নানা জটিলতা ছিল। বাদলের ছোট ভাই মনির খান জানান, দুই বছর আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। দুই সপ্তাহ আগে নিয়মিত চেকআপের জন্য তিনি ভারতে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।