fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িরাজধানীখিলক্ষেতে র‌্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ নিহত ১

খিলক্ষেতে র‌্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ নিহত ১

রাজধানীর খিলক্ষেত এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘গুলিবিনিময়ে’ একজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)। র‌্যাবের দাবি, মিন্টু কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী।

র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টি এলাকায় একদল মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র‌্যাব-১–এর ‘গুলিবিনিময়’ হয়। পরে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

এ সময় র‌্যাবের একজন সদস্য আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২টি শটগান, ১০টি কার্তুজ ও বিপুলসংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments