fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজধানীরায় পর্যবেক্ষণে দুই জাপানি পর্যবেক্ষক

রায় পর্যবেক্ষণে দুই জাপানি পর্যবেক্ষক

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার রায় আজ। এদিকে আদালতে রায় পর্যবেক্ষণ করতে এসেছেন জাপানি পর্যবেক্ষক তোহারাস তাকেদা ও শো কোমানি। তারা দুজনই হলি আর্টিজানের মামলার রায় পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে এসেছেন।

বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বেলা পৌনে ১১টায় আসেন জাপানের দু’জন প্রতিনিধি। একজন হলেন জাপানি সংবাদ সংস্থা জি জি প্রেসের গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষক তোহারাস তোকেদা এবং জাপানি পত্রিকা ইয়মোয়রি সিমবুনের প্রতিবেদক শো কোমানি।

এরই মধ্যে মামলার আট আসামিকে আদালতে হাজির করা হয়েছে। বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে প্রিজন ভ্যানে কারাগার থেকে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

তোহারাস তাকেদা জানান, তিনি জি জি প্রেসের দিল্লি প্রতিনিধি। দিল্লি থেকে গতকাল ঢাকায় এসেছেন।

অন্যদিকে শো কোমানি বলেন, তিনি মামলায় রায় পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহের জন্য ঢাকায় এসেছেন।

এদিকে আজ দুপুর ১২টায় মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের পিপি গোলাম সরোয়ার খান জাকির।

আট আসামি হলো জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগ্যান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments